ফেনী সোনাগাজীতে জেএমবি সদস্য আবু ওবায়দা গ্রেপ্তার

(১৭ এপ্রিল ২০১২) ফেনীর সোনাগাজীতে আবু ওবায়দা ওরফে ওবায়দুল্লাহ নামে এক জেএমবি সদস্যকে আজ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ২০০১ সালে সিলেটের কোতয়ালিতে সাবেক বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বোমা বিস্ফোরণে ঘটনাস্থলে ২ জন নিহত ও জেএমবি সদস্য আবু ওবায়দা ওরফে ওবায়দুল্লাহ আহত হয়। ওই সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে হত্য মামলায় জেল হাজতে প্রেরণ করে। দীর্ঘদিন জেল খাটার পর জামিনে বের হয়ে দেশ ছেড়ে কুয়েত চলে যায়। দীর্ঘদিন কুয়েত থাকার পর দেশে ফিরে এসে আবার জেএমবির সাথে জড়িত থাকার অপরাধে বিষ্ফোরক দ্রব্যসহ ২০০৯ সালের ১২ অক্টোবর বিস্ফোরক দ্রব্য আইনে তাকে গ্রেপ্তার করে সোনাগাজী থানা পুলিশ। দেড় বছর জেল খাটার পরে ২০১১ সালে এলাকায় এসে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত থাকে। গত ১৪ এপ্রিল রাতে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গাজী সালাহউদ্দিনকে বেদমভাবে প্রহার করে আহত করে। এ ঘটনায় ১৬ এপ্রিল সোনাগাজী থানায় তিনি বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ আজ মঙ্গলবার সন্ধ্যায় তাকে উপজেলা এলাকা থেকে গ্রেপ্তার করে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নবির হোসেন আবু ওবায়দকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার আপরাধে গ্রেপ্তার করলেও জেএমবি সংশ্লিষ্ঠ কোন কার্যক্রমের সাথে জড়িত আছে কিনা খোঁজ খবর নেয়া হচ্ছে।