(১৭ এপ্রিল ২০১২) ফেনীর দাগনভূইয়া উপজেলায় অব্যাহত লোডশেডিং বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পল্লিবিদ্যুৎ অফিস ঘেরাও ও সড়ক অবরোধ করেছে দাগনভূইয়া বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাজার ব্যবস্থাপনা কমিটি ও কল্যাণ সমিতির নেতাদের উদ্যোগে এ অবরোধ করা হয়।
ব্যবসায়ীরা জানান, গরমের শুরু থেকে বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের ফলে ক্ষুব্ধ হয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমুল হুদা ইস্কান্দার ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটনের নেতৃত্বে সন্ধ্যায় পল্লিবিদ্যুতের অফিস ঘেরাও করা হয়।
এ খবর পেয়ে পল্লিবিদ্যুতের দাগনভূইয়া জোনাল অফিসের ডিজিএম মাহফুজুর রহমান ফেনী থেকে এসে আলোচনার প্রস্তাব করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
পরে উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন, পৌর মেয়র ওমর ফারুক খান ও থানার অফিসার ইনচার্জ হিমাংশু কুমার দাসের উপস্থিতিতে ব্যবসায়ীদের সঙ্গে প্রায় ২০ মিনিট বৈঠক করেন। বৈঠকে আগামী দুই দিনের মধ্যে বিদ্যুতের বর্তমান অবস্থার উন্নতি হবে বলে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
