(১৯ এপ্রিল ২০১২) দেশের প্রতিটি কোনে তথ্য-প্রযুক্তি সেবা পৌঁছে দিতে বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী শহর ফেনীতে প্রতিষ্ঠানের ৩৪তম শাখা স্থাপন করেছে কম্পিউটার সোর্স। বুধবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের প্রধান সড়কের এমইএফ সেন্টারের তৃতীয় তলার এই শাখা অফিসটির উদ্বোধন করেন কম্পিউটার সোর্স পরিচালক আসাব উল্লাহ খান জুয়েল। কম্পিউটার সোর্স এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা আলী নূর তালুকদার, চট্টগ্রাম শাখা ব্যাবস্থাপক খন্দকার মুরাদুর রহমান, এমইএফ সেন্টারের স্বত্ত্বাধিকারী ফরিদ আহমেদ, স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ ও সুশীল সমাজ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

