ফেনীতে ব্যাটারিচালিত টমটম চালানোর দাবিতে সংবাদ সম্মেলন

(১৯ এপ্রিল ২০১২) ফেনী পৌর এলাকাসহ ফেনীর সর্বত্র পরিবেশবান্ধব ব্যাটারিচালিত টমটম (অটোরিক্সা) চালানোর দাবিতে ফেনী পৌর আটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সংবাদ সন্মেলন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খানের হাতে স্মারকলিপি প্রদান করেন পৌর আটো রিক্সা শ্রমিক ইউনিয়ন’র সভাপতি হারিস মিয়া। স্মারকলিপিতে আটোরিক্সা শ্রমিকরা বলেন, বিগত ৫/৬ বছর ধরে প্রায় ২ হাজার শ্রমিক টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করছে। বিগত দু’মাস ধরে টমটমের লাইসেন্স প্রাদানের নামে ৫০০, পোশাক বাবদ ২০০, টোল বাবদ ৩০-৫০ টাকা আদায় করছিল সমিতির কর্তাব্যাক্তিরা। কর্তাব্যাক্তিদের এ টাকা দিয়ে ফেনী পৌরসভা থেকে অস্থায়ী লাইসেন্স নিলেও চালকদের রাস্তায় চলাচলে নিষেধ্যাজ্ঞা প্রদান করেছে ট্রাফিক সার্জেন্টসহ বিভিন্ন সংস্থা। স¤প্রতি টমটম চলাচলের দাবিতে ফেনী পৌরসভা মেয়র’র কাছে দাবি জানিয়ে ব্যার্থ হলে তারা মানববন্ধন করে। এর প্রেক্ষিতে কিছুদিন চলাচলের অনুমতি দিলেও আবার বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে করে বেকার হয়ে পড়েছে চালকরা। নিত্য দিনের যাত্রীদের চলাচলে বিঘœ ঘটছে। চালক ও যাত্রীদের কথা বিবেচনা করে অনতিবিলম্বে টমটম চলাচলের অনুমতির জন্য জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দিয়েছে তারা।
স্মারকলিপিতে আরো বলা হয় ফেনীর পাশবর্তী নোয়াখালী ও কুমিল্লাসহ সারাদেশে টমটম চলাচলে বাধা না থাকলে ফেনী জেলার টমটম চলাচলে প্রশাসন বারবার কেন বাধা দিচ্ছে তা শ্রমিকরা অবগত নয়।
স্মারকলিপি প্রদানের সময় শ্রমিক নেতা মোঃ নাসির উদ্দিন, মোঃ আজিমুজ্জামান, মোঃ নিজাম উদ্দিন, মোঃ মুরাদ হোসেন, জুয়েল, ইলিয়াস, শামীমসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার রাতে ফেনী প্রেসক্লাবে ফেনী পৌর আটো রিক্সা শ্রমিক ইউনিয়ন’র নেতারা সংবাদ সন্মেলনে বলেন শহরে টমটম চলাচল বন্ধ করে দিয়ে এ পেশার সাথে জড়িত শ্রমিক ও তাদের পরিবারের প্রায় ১০ হাজার সদস্য অনাহারে মৃত্যুবরন করবে।