ফেনীতে বাড়ছে গমের চাহিদা কমছে আবাদ

(১২ এপ্রিল ১০১২) ফেনীতে গমের চাহিদা দিন দিন বাড়ছে কিন্তু সে তুলনায় ফেনীর বিভিন্ন উপজেলায় গম চাষ হচ্ছে না। ফেনী জেলা ধান উৎপাদনের এলাকা হওয়ায় গম চাষে কৃষকদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। ধান চাষেও পর্যাপ্ত সেচ ব্যবস্থা না থাকার কারণে কৃষকরা কৃষি আবাদে আগ্রহ হারিয়ে ফেলেছে। এছাড়া ধানের তুলনায় গমের দাম কম বলে কৃষকদের ব্যয় মিটে না। ২০০৭-০৮ অর্থ বছরে ফেনী জেলায় গমের আবাদ হয়েছিল ৩৫৫ হেক্টর জমিতে। ২০১১-১২ অর্থ বছরে প্রায় অর্ধেক কমে গিয়ে ১৬১ হেক্টর জমিতে আবাদ হয়। জেলা কৃষিসম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, ২০১১-১২ অর্থ বছরে গম আবাদ হয়েছে ১২৩ হেক্টর জমিতে ও উৎপাদন হয়েছে ২৭০ মেট্রিক টন। ২০১০-১১ অর্থ বছরে গমের আবাদ হয়েছে ১৬১ হেক্টর জমিতে ও উৎপাদন হয়েছে ৩৩০ মেট্রিক টন। ২০০৯-১০ অর্থ বছরে গম চাষের লক্ষ্য মাত্রা ছিল ২১০ হেক্টর জমি আবাদ হয়েছে ১২৫ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ২৭৫ মেট্রিক টন। ২০০৮-০৯ অর্থ বছরে গমের লক্ষ্যমাত্রা ছিল ৩৮০ হেক্টর জমি আবাদ হয়েছে ২২০ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ৪৮০ মেট্রিক টন। গমের উৎপাদনের ৫ বছরের পরিসংখানে দেখা যায় ফেনীতে দিন দিন গম চাষ কমছে। কিন্তু অপরদিকে গমের চাহিদা বাড়ছে। জেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শশধর বিকাশ নাথ জানান, ফেনী জেলা ধান উৎপাদনের এলাকা হওয়ায় এবং সেচ ব্যাবস্থা ভাল থাকায় কৃষকরা গম চাষ করছে না। চাহিদার তুলনায় গম চাষ নগণ্য।