(১২ এপ্রিল ২০১২) সারাদেশের মতো ফেনীতেও গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ৩ দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে জেলার উপকূলীয় অঞ্চল সোনাগাজীতে আবহাওয়া অফিস সুনামীর আশঙ্কা করায় রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করেছে।
সোনাগাজী রেড ক্রিসেন্ট অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর ১.৩০ ঘটিকার দিকে প্রথম, ২.৩০ মি. এর সময় দ্বিতীয় এবং বিকেল ৫টার সময় তৃতীয় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের সাথে দালানকোঠা ঘর বাড়িসহ মাটি ও পানি কেপে উঠে।
ফেনী নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে একটু বেশি জোয়ার হওয়ায় ভূমিকম্পের সাথে ঢেউ খেলে পানি গুলো উপকুলীয় অঞ্চলের বিভিন্ন বাড়ি ঘরে প্রবেশ করলে এলাকাবাসী হঠাৎ জোয়ারের পানি দেখে আতংকগ্রস্থ হয়। এদিকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আবহাওয়া অফিসের পক্ষ রাত ১২টা পর্যন্ত সুনামির সতর্ক বার্তা দেয়ায় এলাকাল চলছে রেড ক্রিসেন্ট-এর পক্ষ থেকে মাইকিং করে সতর্কবার্তা দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল্লাহ নূরী ও উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা মেছবা-উর-রশিদ জানান, কয়েক দফা ভূমিকম্পের কারণে আবহাওয়া অফিসের পক্ষ থেকে সুনামির সতর্কবার্তা দেয়ায় উপজেলার সকল ইউনিয়নের রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদেরকে দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এলাকাবাসীকে মাইকিং করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্ব-স্ব আশ্রয়ন কেন্দ্রে অবস্থান করে নিরাপদে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছিল। ফেনী নদীতে সকল প্রকার মাছ ধরার নৌকা ও ট্রলার উপকুলের কাছাকাছি রেখে সাবধানে চলাচলের জন্য জেলেদের বলা হয়েছিল।
জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান জানান, তিন দফা ভূমিকম্পের কথা শুনলেও কোথাও ক্ষয় ক্ষতি হযনি। তিনি বলেন, জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সতর্কবার্তা পাঠানো হয়েছে। সন্ধায় জেলা প্রশাকের কার্যারয়ে এ বিষয়ে জরুরি সভা করা হয়।

