ছাগলনাইয়ায় সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

(১১ এপ্রিল ২০১২) ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ফাহিমা আক্তার (৮) নামে এক মাদ্রাসা ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন ওই মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিহত ফাহিমা আক্তার ছাগলনাইয়া পৌরসভার খোলাফায়ে রাশেদীন মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীতে পড়তো।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন ও  সড়ক অবরোধ করেন তারা।

পরে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান নূর আহাম্মদ মজুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে ঘাতক গাড়ি চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মানববন্ধন ও সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষক ও শিক্ষার্থীরা।

ছাগলনাইয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আলিম উল্লাহ জানান, রোববার সকাল ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে ছাগলনাইয়া-ফেনী সড়কের মাইলের মাথা এলাকায় ফাহিমাকে একটি গাড়ি চাপা দিলে সে গুরুতর আহত হয়।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

তবে এখনও ঘাতক গাড়ি ও এর চালককে আটক করতে পারেনি পুলিশ।