(১১ এপ্রিল ২০১২) ফেনী শহরের নাজির রোড়ে সেলিনা পারভীন সড়কে বিদ্যুতের দু’টি ট্রান্সফরমার গত রবিবার সন্ধ্যায় ভারী বর্ষণে পুড়ে নষ্ট হয়ে যায়। এতে বাসা বাড়ীর মানুষের জীবনে নেমে আসে চরম বিপর্যয় ও দুভোর্গ। পুরো এলাকায় বিদ্যুৎ ও পানির জন্য শুরু হয় হাহাকার। অনেকে বিদ্যুৎ না থাকায় ও পানির কষ্ট সহ্য করতে না পেরে গ্রামের বাড়ী চলে যায়। এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি শেষ নেই। বিদ্যুতের কারনে তাদের পড়াশুনার ব্যগাত ঘটছে। এলাকবাসী জানায়, ট্রান্সফরমার বসানোর জন্য ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষের লোকজনরা টাকা চায়। টাকা দেওয়ার ৩ দিন হলে তারা ভোগান্তির মধ্যে রয়েছে। ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে। গোয়েন্দা পুলিশের এসআই নাজিম উদ্দিন জানান, ৩ দিন ধরে বিদ্যুৎ না থাকায় পানির কষ্ট সহ্য করতে না পেরে পরিবারের সদস্যদেরকে বাড়ীতে পাঠিয়ে দেন। ফ্রিজে রাখা খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এসআই নাছির উদ্দিন জানান, বিদ্যুৎ অফিসে টাকা দেয়ার পরও ৪দিন ধরে ট্রান্সফরমার বসানো হয়নি। এতে এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ার মারাত্মক ব্যাঘাত ঘটছে। ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম বিদ্যুৎ অফিসে ট্রান্সফরমার বসানোর জন্য যোগাযোগ করলে তাকে বলে ট্রান্সফরমার নেই। কুমিল্লা থেকে ট্রান্সফরমার আনতে হবে বলে বিদ্যুৎ অফিস সূত্রে জানায়।

