ফেনীতে মার্কেন্টাইল ব্যাংক ২য় বিভাগ ক্রিকেট লীগ স্থগিত

(১০ এপ্রিল ২০১২) ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে শুরু হওয়া মার্কেন্টাইল ব্যাংক ২য় বিভাগ ক্রিকেট লীগ স্থগিত ঘোষণা করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ফেনী জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা খেলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছি। তবে আবহাওয়া এবং মাঠ খেলার উপযোগী হলে পুনরায় সময়সূচী প্রণয়ন করা হবে। উল্লেখ্য গত ৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়। বৃষ্টির কারণে প্রথম ২ ম্যাচই খেলা পরিত্যক্ত ঘোষণা করে পয়েন্ট ভাগাভাগি হয়। লীগে জেলার ২৮টি দল অংশ নিয়েছে।