(০৮ এপ্রিল ২০১২) ফেনীতে কাল বৈশাখী ঝড়ের ভয়াবহ তান্ডবে ঢাকা চট্রগ্রাম মহা সড়কের লালপোল থেকে লেমুয়া ৪ কিলোমিটার একাধিক গাছ উপড়ে পড়ায় সাড়ে তিন ঘন্টা যানবহন চলাচল বন্ধ থাকার পর রাত সাড়ে ৯টার দিকে চালু হয়েছে।
বিকেল সাড়ে পাঁচটার দিকে চারিদিক অন্ধকার করে ভয়ানক রূপে শুরু হয় কাল বৈশাখীর তান্ডব। সাথে মুষুল ধরে বজ্রপাত আর শিলা বৃষ্টি। এসময় ঢাকা চট্রগ্রাম মহাসড়কসহ বিভিন্ন স'ানে দুই শতাধিক গাছ উপড়ে পড়ে। পরিবহন সংকটে শহরের ঘরমুখো মানুষেরা পড়েন চরম দুর্ভোগে। তার ছিড়ে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুত সংযোগ। মহাসড়কে সৃষ্টি হয় ৩০ কিলো মিটারেরও বেশী যানজট। এক সময় পুলিশের অপারগতায় যাত্রী ও মটর শ্রমিকরা মহা সড়কের প্রতি বন্ধকতার সরানোর কাজে লেগে যায়। পরে রাত ৯টার দিকে পুলিশের তৎপরতায় যান চলাচল শুরু হয়।

