ফেনীতে ইপিজেড স্থাপনে চীনা প্রতিনিধি দলের পরিদর্শন

(৮ এপ্রিল ২০১২) ফেনীতে ইপিজেড স্থাপনের লক্ষে স্থান নির্বাচন করতে সম্ভাব্য স্থান সমূহ পরিদর্শন করেছেন চীনা প্রতিনিধি দল। গত শনিবার সকালে ২ সদস্যের প্রতিনিধি দল ফেনী আসলে তাদের পৌর ভবনে অভ্যর্থনা জানান পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী। দৈনিক ফেনীর সময়কে তিনি জানান চীনা প্রতিনিধিদল ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর, ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের দৌলতপুর ও সোনাগাজীর মুহূরী প্রকল্পের দক্ষিণপাশে থাকখোয়াজের লামছি এলাকা ঘুরে দেখেন। নদী তীরবর্তী ওই এলাকায় সরকারী খাস খতিয়ানভূক্ত শত শত একর অনাবাদী জায়গা ইপিজেড স্থাপনের সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিজাম উদ্দিন হাজারী আরো জানান ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ইপিজেড স্থাপন করা হবে বলে তাকে চীনা প্রতিনিধিরা জানিয়েছেন। এসময় চীনা প্রতিনিধি দল তাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শিঘ্রই তিনি ইপিজেড বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে চীন সফরে যাবেন। প্রসঙ্গত: বিগত তত্বাবধায়ক সরকারের আমলে ফেনী পৌর এলাকার পুরাতন বিমানবন্দর এলাকা ও তৎসংলগ্ন ধর্মপুর ইউনিয়নের আংশিক এলাকাজুড়ে ইপিজেড স্থাপনের ঘোষণা দেয়া হলে সরকারী জায়গা জবর দখলকারী ও স্থানীয় ভূমি মালিকদের প্রতিবাদের মূখে সরকার পিছু হটে। অবশ্য পরবর্তীতে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া ফেনী সফরে এসে ব্যবসায়ী, শিল্পপতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ফেনীতে বিশেষ শিল্পাঞ্চল স্থাপনের ঘোষণা দিলেও তা আজও কার্যকর করতে কোন ভূমিকা নেই। চীন সরকারের অর্থায়নে ফেনীতে ইপিজেড স্থাপিত হলে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে বলে পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী জানান।