ফেনী সেন্ট্রাল হাই স্কুলের শতবর্ষ উদ্যাপনের প্রস্তুতি শুরু

(৮ এপ্রিল ২০১২) ঐতিহ্যবাহী ফেনী সেন্ট্রাল হাই স্কুলের শতবর্ষ উদ্যাপনের মহড়া শুরু হয়েছে ৭ বছর আগ থেকেই। স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রস্তুুতি নিতে শুরু করেছে মহা উৎসবের। এ উপলক্ষে শনিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে প্রাক্তন ছাত্রদের সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৯৮৬ ব্যাচের আলাল উদ্দিন আলাল ও মোমিনুল হক, ১৯৮৯ ব্যাচের মুশফিকুর রহমান পিপুল ও হারুন, ১৯৯০ ব্যাচের নুর হোসেন সেলিম ও মনোয়ার হোসেন সেন্টু, ১৯৯৩ ব্যাচের অধ্যাপক মোশারফ হোসেন ছাড়াও বিভিন্ন ব্যাচের আবুল কাশেম, মুন্না, জামাল উদ্দিন, রনি হাজারী, খোকন, মোস্তাফিজুর রহমান মুকুল, সালাহ উদ্দিন মামুন, চৌধুরী মুহিব মিশু, নাছিম আনোয়ার জাকি, তপু হাজারী ও শরীফ সহ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উক্ত অনুষ্ঠানে মিলিত হন। উদ্যোক্তারা জানান ১০০ বছর পুর্তিতে বর্ণাঢ্য অনুষ্ঠান মালা আয়োজন করার লক্ষে চলতি বছর থেকে প্রাক্তন ছাত্রছাত্রীদের পূনর্মিলনী ও সংগঠিত করতে বিভিন্ন ধরনের কর্মসূচী নেয়া হবে।