ফেনীতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে বাস-কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২ আহত ৩০।


(৮ এপ্রিল ২০১২) ফেনীতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে বাস-কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন ৩০ জন।

রবিবার সকাল আটটার দিকে ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি উত্তর বঙ্গের পাটগ্রাম থেকে ফেনীর দিকে আসার সময় চট্রগ্রাম থেকে ঢাকা মুখি কাভার ভ্যানের সাথে এ সংঘর্ষ হয়। স'ানীয় লোকজন ও পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে ভর্তি ১৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশংকা জনক। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। দুর্ঘটনার কারণ নিয়ে পুলিশ ও বাস যাত্রীরা বলছেন পরস্পর বিরোধী কথা।