ছাগলনাইয়ায় ডেসটিনির গ্রাহকরা আতঙ্কে

(৭ এপ্রিল ২০১২) ছাগলনাইয়ার মানুষ লাভের আশায় বিপুল অংকের টাকা ডেসটিনি (এমএলএম) কোম্পানিতে বিনিয়োগ করে এখন দুশ্চিন্তায় হায় হায় করছে। লাভ দেয়া তো দুরের কথা এই বুঝি শেষ আমানতটুকুও হারিয়ে যায়। সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ঐ কোম্পানির নানা অনিয়ম বিভিন্ন অফিসে তালা ঝুলছে এ¦ই সংক্রান্ত খবর প্রকাশ হওয়ায় গ্রাহকরা স্থানীয় ডেসটিনির প্রতিনিধিদের কাছে আমানতের টাকা চাইতে ধরনা দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। রাস্তাঘাট, হাটবাজার এবং জনসম্মুখে ডেসটিনির টাই পরিহিত কর্মীদের আনাগোনা একদম নেই বললেই চলে। এই ব্যাপারে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মোামিনুর রশীদ জানান, ডেসটিনি কোম্পানির কোনরকম কর্মকান্ডের কোন প্রকার অনুমতিপত্র বা অবহিতকরণ পত্র উপজেলায় নেই।