(২১ এপ্রিল ২০১২) যোগাযোগ ও রেলমন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের এমপি শুক্রবার রাত ১০টায় ফেনী রেলওয়ে জংশনে ঝটিকা সফরে আসেন।
এ সময় তিনি ফেনী রেলওয়ের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করে তিরষ্কার করেন এবং বলেন রেলওয়ের ওপরে ওপরে পরিষ্কার ভিতরে ভিতরে অন্ধকার।
মন্ত্রী রেলওয়ে ভূমি বিভাগের সার্ভেয়ার নুর মিয়াকে কর্মস্থলে না পেয়ে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করার নির্দেশ দেন।
মন্ত্রী রেলওয়ে জংশনে প্রবেশ করে স্টেশনের কন্ট্রোল রুম, স্টেশন মাষ্টার রুম, মালখানা, জিআরপি ফাঁড়ি ও অবৈধভাবে গড়ে উঠা দোকান পাঠসহ স্টেশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মাহবুব হোসেন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান, বিভাগীয় প্রকৌশলী মহি উদ্দিন, ট্রাফিক ডাইরেক্টর সাদ্দাম সাহাদাত হোসেন, ফেনী রেলওয়ে স্টেশন মাষ্টার মাহবুবুর রহমানসহ রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।।
ফেনীর পৌর মেয়র নিজাম হাজারীর অনুরোধে মন্ত্রী আগামী সোমবারের মধ্যে রেলওয়ে ভূমি অবৈধভাবে জবর দখলদারদের তালিকা পাঠনোর জন্য রেলওয়ের পূর্বাঞ্চলের কর্মকর্তাদের দায়িত্ব দেন।
ফেনী-ঢাকা রুটের জন্য বরাদ্ধ ১৮টি আসন থেকে আরও আসন বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।
এ সময় তিনি বলেন, এই বিভাগে ৭ দিন দায়িত্বে থাকলেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো
