(২১ এপ্রিল ২০১২ )রেল বিভাগের অনিয়ম দুর্ণীতি ও সম্পত্তির হরিলুট দেখে রেলের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বললেন ইদুরের গন্ধ খুঁজে পাচ্ছি তিনি।
রাতে ফেনী রেল স্টেশনে ঝটিকা পরিদর্শণের সময় তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি নোয়াখালীর মাইজদী কোর্ট ও চৌমুহানী স্টেশন পরিদর্শন করেন। ফেনী স্টেশনে এলে তিনি প্রায় দুই ঘন্টা অপেক্ষায় থাকা চট্রগ্রাম মুখী মহা নগর গোধূলী এক্সপ্রেসের যাত্রীদের অভিযোগের পাহাড়ে চাপা পড়েন। অভিযোগের সূত্র ধরে পাওয়া যায় অনুসন্ধানের সচল টেলিফোনটির সংযোগ বিছিন্ন করে রাখা। ওজন মাপের ডিজিটাল যন্ত্র অব্যবহৃত অবস'ায় গোডাউনে পড়ে থাকতে। বেআইনি ভাবে কর্মস'ল ত্যাগ করায় রেলের ভূমি বিভাগের ফেনী সার্ভেয়ার নূর মিয়াকে সাময়িক ভাবে বরখাস্তের আদেশ দেন মন্ত্রী। তিনি বলেন পরিদর্শনের অভিজ্ঞতা নিয়ে যাত্রীদের হয়রানী দুর্ভোগ কমাতে আগামী সোমবার রেল ভবনে সারা দেশের রেল কর্মকর্তাদের সাথে কর্ম পরিকল্পনা করবেন।
তিনি অর্থ সংকটে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফোর লেইনের কাজ বন্ধের বিষয়ে বলেন
অর্থও কারোনে কাজ বন্ধের কোনো কারানেইনে টাকার কোন অসুবিদা নাই এবং এটা প্রধান মন্ত্রী নিজেই ফোর লেইনের কাজর দিকে নজের রেখেছেন ।

