ফেনীতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই : একজন নিহত

(২১ এপ্রিল ২০১২) ফেনীতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে ফাতেমা বেগম (৮৫) নামে অশিতিপর এক বৃদ্ধা মারা গেছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নে মালিপুর গ্রামের ফকির বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে মোহাম্মদ হোসেন ও বেছা মিয়ার ঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফেনীর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরে তালা বদ্ধ অবস্থায় মোহাম্মদ হোসেনের অশিতিপর মাতা ফাতেমা বেগম (৮৫) ঘটনাস্থলে মারা যান।
ফেনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় কাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, অগ্নিকান্ডে দুটি ঘরের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বিকার করে জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।