ফেনীতে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

(১ জুন ২০১১): সারা দেশের ন্যায় ফেনীতেও বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন হয়েছে। ‘এফসিটিসির আলোকে আরো কার্যকর ধুমপান ও তামাক নিয়ন্ত্রন আইন চাই’শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে ৩১ মে মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে এক বর্ণ্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেনী সিভিল সার্জন অফিস আয়োজিত ফেনী ইিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এফএইচডিএফ),ইপসা ও ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিড্স (সিএফটিএফকে) এর সহযোগীতায় ফেনী সিভিল সার্জন কার্যালয় থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
ফেনী জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কাজী আলী আকবর,এফএইচডিএফ এর জেনারেল সেক্রেটারী এড.জাহাঙ্গীর আলম নান্টু, একতা’র নির্বাহী প্রধান রোকেয়া ইসলাম, এলআইএফডি’র প্রোগ্রাম অফিসার শেফায়াত উল্যাহ, রেনেসা’র নির্বাহী প্রধান সিরাজুল ইসলাম, ইপসার সহকারী প্রোগ্রাম অফিসার কামাল হোসেন, জেলা পাবলিক হেল্থ’র নার্স দীলিমা রানী চক্রবর্তী, এবিসিডি ইয়্যুথ সোসাইটি’র নির্বাহী প্রধান মোঃ আরমান প্রমূখ।
জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার সাইফ উদ্দিন’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা তামাকজাত দ্রব্যের ব্যবহার,প্রত্যক্ষ ও পরোক্ষ ধুমপানের কুফল সম্পর্কে আলোকপাত করেন।
এ সময় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন বলেন শীঘ্রই ফেনী জেলার সকল উপজেলায় মাদক বিরোধী টাস্কফোসকে সক্রিয় করে ধুমপান বিরোধী অভিযান পরিচালনা করা হবে। র‌্যালী ও আলোচনা সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, এনজিও নের্তৃবৃন্দ, এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।