গ্রেফতারকৃতদেরকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ
(২ জুন ২০১১) ইসলামী ব্যাংক ফেনী শাখায় ছিনতাইকারী সন্দেহে ব্যবসায়ী শাহাদাত হোসেন টিটু হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত দুই ব্যাংক কর্মকর্তা ও দুই নিরাপত্তা রক্ষীকে গতকাল বুধবার জেল গেইটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আদালতের আদেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আলম গ্রেফতারকৃত ৪ জনকে প্রায় ১ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আলম জানান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমদাদুল্লাহ এর আদালতে তিনি গ্রেফতারকৃতদের গত বৃহস্পতিবার ৫দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত রবিবার শুনানী শেষে তাদেরকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তদন্তকারী কর্মকর্তা সোমবার আদালতের আদেশ হাতে পেয়েছেন বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদে তেমন কোন তথ্য উৎঘাটন হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডে জড়িত থাকার বিষয় অস্বীকার করে বলেছেন, ওই হত্যাকান্ডে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা জড়িত ছিলেন না। গ্রাহকদের গণধোলাইতে টিটু গুরুতর আহত হলে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। এসআই ফিরোজ আলম জানান, তিনি আবারও আদালতে রিমান্ডের আবেদন জানাবেন। তার মতে ব্যাপক জিজ্ঞাসাবাদ ছাড়া গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য উদ্ঘাটন সম্ভম নয়। প্রসঙ্গত, গত ২২ মে এফ রহমান এসি মার্কেটের ব্যবসায়ী শাহাদাত হোসেন টিটু ছিনতাইকারী সন্দেহে ইসলামী ব্যাংক ফেনী শাখায় গণপিটুনীতে নিহত হয়। এই ঘটনায় তার ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করলে পুলিশ ব্যাংকের ম্যানেজার শহীদ উল্যা মজুমদার ও সেকেন্ড অফিসার আবদুর রহিম সহ দুই নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করে।
Labels:
অপরাধ / অনিয়ম / দুর্নীতি

