জাতীয় মহিলা ফুটবলে স্থান পেল ফেনীর ৩ খেলোয়াড়

(০৪ জুন ২০১১)সদ্য অনুষ্ঠিত জাতীয় মহিলা ফুটবল দলের আঞ্চলিক পর্বে ক্রীড়া নৈপূণ্য দেখিয়ে জাতীয় দলে প্রাথমিকভাবে খেলার সুযোগ করে নিল ফেনীর ৩ ফুটবলার। এরা হচ্ছে ফৌজিয়া আক্তার বিন্তু, রাবেয়া আক্তার কাকন ও সৌদিয়া আক্তার বাবু। এদের মধ্যে বিন্তু ফুলগাজী সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী ও অপর দুইজন ফুলগাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় প্রথমবারের মত অংশগ্রহণ করেই ফেনী জেলা দল যে চমক দেখিয়েছে এতে ফেনী জেলা ক্রীড়া সংস্থাসহ ক্রীড়ামোদীরা মহিলাদের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে দারুনভাবে আশাবাদী। ফেনী দলের কোচ মোঃ তৌহিদুল ইসলাম তুহিন জানান, নিয়মিত অনুশীলন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে ফেনীর মেয়েরা ফুটবলে আরো ভালো করবে। এদিকে জাতীয় মহিলা ফুটবল দলে প্রাথমিকভাবে নির্বাচিত ৩ খেলোয়াড়কে ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়। গত সোমবার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার উল্লেখিত ৩ খেলোয়াড়কে মেয়রের দেয়া পুরস্কারের টাকা প্রদান করেন। এ সময় ক্রীড়া সংস্থার অপরাপর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।