(১ জুন ২০১১): ফেনী পৌরসভার উত্তর মধুপুর গ্রামের
ছিদ্দিকুর রহমানের বাড়ীতে সোমবার রাতে এক দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা নগদ তিন লাখ ২০ হাজার টাকা, প্রায় ৭০ ভরি স্বর্নালংকার, ১২টি
মোবাইল ফোনসেট ও অন্যান্য মূল্যবান জিনিয়পত্রসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল
লুট করে নিয়ে যায়।
এসময় ডাকাতরা এলোপাথাড়ী পিটিয়ে ও কুপিয়ে গৃহকর্তা ছিদ্দিকুর রহমানকে
মারাত্তকভাবে আহত করে। ডাকাতি শেষে পালানোর সময় গ্রামবাসী দুই ডাকাতকে ধরে
গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়,সোমবার রাতে ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ড উত্তর
মধুপুর গ্রামে ছিদ্দিকুর রহমানের বাড়ীতে একদল ডাকাতদল হানা দেয়। ডাকাতরা
প্রথমে বাড়ীর কলাপসিভল গেটের তালা ভেঙ্গে ও পরে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে
ঢুকে। এ সময় গৃহকর্তা ছিদ্দিকুর রহমান তাদের বাধা দেওয়ার চেষ্টা
করে।ডাকাতরা তাকে এলোপাথাড়ী পিটেয়ে ও কুপিয়ে হাত-পা বেঁধে সবাইকে অস্ত্রের
মুখে জিম্মি করে নগদ তিন লাখ ২০ হাজার টাকা, প্রায় ৭০ ভরি স্বর্নালংকার,
১২টি মোবাইল ফোনসেট ও অন্যান্য মূল্যবান জিনিষপত্রসহ প্রায় ৩২ লাখ টাকার
সম্পদ লুট করে নিয়ে যায়। মারাতœকভাবে আহত গৃহকর্তা ছিদ্দিকুর রহমানকে
প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
স্থানান্তর করা হয়েছে। অপর দিকে গ্রামবাসীর গণধোলাইয়ের শিকার দুই ডাকাতকে
ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-মোঃ আমিনুল ইসলাম পৌর এলাকার
উত্তর মধুপুরে ডাকাতির ঘটনায় দুই ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এঘটনায় মামলা গ্রহনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান। পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত: গৃহকর্তা ছিদ্দিকুর রহমানের তিন ছেলে প্রবাসে থাকেন। বাড়ীতে বিয়ে
উপলক্ষে ছেলের চার বউ ছাড়াও অনেক আত্বীয় স্বজন বেড়াতে আসে।ডাকাতরা এক সঙ্গে
সবার গহনা লুট করে নিয়ে যায়।
