ফেনীতে পরিবহন ভাড়া নির্ধারণে কমিটি গঠন
(৩০ মে ২০১১)সারাদেশের মত ফেনীতে পরিবহন ভাড়া নিয়ে উদ্বুত বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল রবিবার ফেনী জেলা প্রশাসক এর সভাকক্ষে জেলা প্রশাসন, পরিবহন মালিক শ্রমিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান এর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলতাফ হোসেন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান কোব্বাদ আহম্মদ, স্টার লাইন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র সাইফুর রহমান সাইফু, ফেনী চেম্বার অব কমার্স সভাপতি মোঃ জামাল উদ্দিন, শ্রমিক নেতা আজম চৌধুরী, মালিক সমিতি নেতা গোলাম রসুল প্রমুখ বক্তব্য রাখেন। সভা জেলার বিভিন্ন রুটে পরিবহন ভাড়া পুনঃ নির্ধারণে সর্বসম্মতিক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলতাফ হোসেন চৌধুরীকে আহ্বায়ক করে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে ভাড়া নির্ধারণ করে প্রতিটি গাড়ীতে ভাড়ার তালিকা টাঙানোর জন্যে জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান কমিটিকে নির্দেশ দেন। তিনি পরিবহন খাতে যে কোন ধরনের অনিয়ম বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ সেবা দেয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
Labels:
সব সংবাদ
