গ্রামীণফোন বাংলাদেশ লীগ ফুটবল খেলায় বিতর্কিত রেফারীংয়ে হারলো ফেনী সকার

(৩০ মে ২০১১)বিতর্কিত রেফারীং, গ্যালারি থেকে রেফারীকে চেয়ার নিক্ষেপ, হই হট্টোগোল এর মধ্যে দিয়ে ২-১ জয় পায় শেখ রাসেল। ফেনীতে গ্রামীন ফোন বাংলাদেশ লীগ ফুটবল খেলায় গতকাল রবিবার বিকেল ৪.০০ মিনিটে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত তুমুল প্রতিদ্বন্ধিতামূলক ম্যাচের ফল ছিল এটি। নির্ধারিত সময়ে খেলা শেষের ৩০ সেকেন্ড পূর্বে ফেনী সকারের ডি বক্সের কাছে বিতর্কিত ফাউল দেয় রেফারী মোঃ জসিম উদ্দিন। আর এ থেকে সহজে গোল তুলে নেয় শেখ রাসেলের ২৪ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়ার আব্বাস ইউনুস। এসময় গ্যারারি থেকে দর্শক শেখ রাসেলের খেলোয়রদের লক্ষ করে পানির বোতল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত ২ মিনিট সময় দিলেও গোল পরিশোধ করতে পারেনি ফেনী সকার। খেলা শেষে রেফারীরা গ্রীন রুমে প্রবেশের সময় তাদের লক্ষ করে ভিআইপি গ্যালারির দর্শকরা চেয়ার নিক্ষেপ করলে রেফারী মোঃ জসিম উদ্দিন, লাইন্স ম্যান হারুনুর রশিদ, আমিনুল ইসলাম রিপন, সহ রেফারী ভারত চন্দ্র গৌড় সামান্য আঘাতপ্রাপ্ত হন। পরে পুলিশ রেফারি ও খেলোয়াড়দের নিরাপত্তার মধ্য দিয়ে মাঠ ত্যাগ করে নিয়ে আসেন। খেলার প্রথম আর্ধে ফেনী সকার ১-০ গোলে এগিয়ে থেকে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বিতর্কিত রেফারীং এর কারনে। প্রথম আর্ধের ১৯ মিনিটে ফেনী সকারের নাইজেরিয়ান খেলোয়াড় আবায়াক পোরো রোলেন্ড ইকিউচুকুর পাস থেকে আরেক নাইজেরিয়ান খেলোয়ার এন্সি ফ্রান্সসিস গোল করলে এগিয়ে যায় ফেনী সকার। ২৩ মিনিটে শেখ রাসেল দারুন একটি গোল মিস করে। একই ভাবে ৩৭ মিনিটে ফেনী সকারও গোল মিস করে। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে শেখ রাসেলের ৭ নম্বর জার্সি পরিহিত মোঃ ইউসুফ গোল করে খেলায় সমতা আনে। ৮৮ মিনিটে ফেনী সকারের তৌহিদের একটি শট গোল বারে লেগে ফিরে এলে গেলারির দর্শক হতাশ হয়ে পড়ে। তুমুল প্রতিদ্বন্ধীতামূলক ম্যাচে ফেনী সকার ৩৮, ৬০, ৬৩ মিনিট ও শেখ রাসেল ১৮, ৫০, ৫২ মিনিটে কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি । ফাউল’র কারনে ৩৫ মিনিটে শেখ রাসেলের মোঃ ইউসুফ ও ৫৭ মিনিটে মনোয়ার খান রাজু এবং ৮৭ সোহেল রানা ও ৮৯ মিনিটে নাইজেরিয়ান খেলোয়ার ওকায়া ভিক্টোরকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি । ১৮ ম্যাচে ১১ জয় আর ৫ ড্র মিলে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান উঠে এল নীল দলটি। সমান ম্যাচে ২ জয় আর ৮ ড্র মিলে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লাল দল ফেনী সকার।