(৭ মে ২০১১): ফেনীতে পাঁচ দিনব্যাপি পথনাটক নির্মাণ কর্মশালা শেষ হয়েছে।
বাংলাদেশ পথনাটক পরিষদের ব্যবস্থাপনায় ফেনী জেলা শিল্পকলা একাডেমির
সহযোগীতায় আয়োজিত পাঁচ দিনব্যাপি কর্মশালার সমাপনী দিন ৩ মে বিকেলে অংশ
গ্রহনকারীদের হাতে সনদ তুলে দেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলিম
আক্তার খান। এ সময় কর্মশালার প্রশিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ব বিভাগের প্রভাষক আহসান খান, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব হুমায়ুন কবির নান্টু, বাংলাদেশ পথনাটক পরিষদের সদস্য নারায়ন নাগ,সমরজিৎ দাস টুটুল উপস্থিত ছিলেন। গত ২৯ এপ্রিল শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাঁচ দিনব্যাপি পথনাটক নির্মাণ বিষয়ে এক কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালায় ফেনীর নয়টি নাট্য সংগঠনের ২৬ জন নাট্যকর্মী অংশ গ্রহন করে। সংগঠন সমুহ হচ্ছে- ফেনী থিয়েটার, কিশোর থিয়েটার, সংলাপ নাট্যগোষ্টি, উদয়ন, পূবালী সাংস্কৃতিক কেন্দ্র, আমন্ত্রন সাংস্কৃতিক পরিষদ, নাট্য বিভাগ, ফেনী বাণী চিত্র ও ঢাকঢোল সাংস্কৃতিক কেন্দ্র।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে ‘যুদ্ধ’ ও অবক্ষয় নামে দুটি পথনাটক মঞ্চস্থ করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলিম আক্তার খান বলেন, মৌলবাদ এখন আমাদের সামনে চলে এসেছে,তাদের রুখতে আমাদেরকে পথনাটকের মাধ্যমে এগিয়ে আসতে হবে। বক্তারা জেলা শিল্পকলা একাডেমির দ্রুত সংস্কার, অভিলম্বে শহরের শহীদ জহির রায়হান মিলনায়তন নির্মাণ কাজ শুরু দাবি জানান।
