(৭ মে ২০১১): ফেনীতে এক মতবিনিময়ে গ্রামীণ ব্যাংকের কর্মচারিরা নোবেল বিজয়ী
ড.ইউনুসকে ব্যাংকের চেয়ারম্যান করতে প্রধানমন্ত্রী বরাবরে আকূল আবেদন
জানিয়েছেন।
শনিবার বিকালে অনুষ্ঠিত মতবিনিময়ে লিখিত বক্তব্য পড়েন গ্রামীণ ব্যাংক
কর্মচারি সমিতি ফেনী জোনের নির্বাহী কমিটির সভাপতি মোঃ আমান উল্যাহ ও
সাধারণ সম্পাদক অনুপম বড়–য়া। তারা তাদের ভাষায় গরীবের মালিকানাধীন এ
প্রতিষ্ঠানকে রক্ষা ও ব্যাংকের ৮৩ লাখ সদস্যকে রক্ষার স্বার্থে ড.মুহম্মদ
ইউনুসকে ব্যাংকের চেয়ারম্যান করার আবেদন জানান।

