(৭ মে ২০১১): নির্বাচন কমিশন কর্তৃক ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বচনের তফসির
ঘোষনার পর থেকে সম্ভাব্য মেয়র,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারন ওয়ার্ড
কাউন্সিলার প্রার্থীরা নানা মুখী তৎপরতা শুরু করেছেন।
জেলা নির্বাচন অফিস সুত্র জানায়,আগামী ১২ জুন ছাগলনাইয়া পৌরসভা নির্বাচন
অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ১৬ মে,মনোনয়নপত্র বাছাই ১৮ ও
১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। ছাগলনাইয়া পৌরসভার ভোটার
সংখ্যা ২৫ হাজার ৮৫১ জন,তš§ধ্যে নারী ভোটার ১৩ হাজার ৩৩৫ জন ও পুরুষ ভোটার
১২ হাজার ৫১৬ জন। নয়টি ওয়ার্ডের জন্য ভোট কেন্দ্র ১০টি।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষনার সাথে সাথে সম্ভাব্য মেয়র,সংরক্ষিত মহিলা
ওয়ার্ড ও সাধারন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। তারা
সাধারন ভোটারদের পাশাপাশি পাড়া প্রতিবেশীসহ সকলের সাথে কুশল বিনিময় শুরু
করেছেন। কারো সাথে ছোটখাট বিরোধ থাকলে সেগুলো মিটিয়ে ফেলার চেষ্ঠা করছেন।
আত্তীয় স্বজনের সাথে যোগাযোগ করছেন। স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে
না হলেও এ নির্বাচনে দলীয় প্রভাব কাজ করে।সরকারী দল আওয়ামী লীগ ও প্রধান
বিরোধী দল ইতিমধ্যে তাদের দলীয় ও পছন্দের প্রার্থী মনোনয়নের দলীয়
সিদ্ধান্ত নিয়েছে বলে একাধিক সুত্রে নিশ্চিত হওয়া গেছে।ছাগলনাইয়া পৌরসভার
বর্তমান মেয়র মোঃ আলমগীর বিএনপির টিকেটে আগের বার নির্বাচিত হয়েছেন। এবারও
তিনি বিএনপির মনোনয়ন নিয়েই প্রার্থী হতে আগ্রহী বলে জানা গেছে। যদিও
বিএনপির মনোনয়ন পেতে আরও দুই তিন জন আগ্রহী রয়েছেন।
ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার
জানান,ইতিমধ্যেই তাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে বর্তমান পৌর মেয়র মোঃ
আলমগীরকে নিয়েই তারা মাঠে নামবেন। অন্য দিকে নির্বাচনী তফসিল ঘোষনার পর
ছাগলনাইয়া পৌরসভার মেয়র দলীয় প্রার্থী হতে আগ্রহী হয়েছে পাঁচ জন। তারা
হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের বাবুল,উপজেলা
ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক,উপজেলা সভাপতি ফয়েজ আহম্মদের ছোট ভাই মোঃ
মোস্তফা,দলীয় নেতা নিজাম উদ্দিন মজুমদার ও আবুল হাসেম চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ জানান,তারা দলীয় ভাবে চেষ্ঠা করবে যেন
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একজন করা যায়। এ জন্য উপজেলা কমিটির সভা
আহ্বান করা হয়েছে। প্রয়োজনে জেলা কমিটির সহযোগীতা নেওয়া হবে। নয়টি সাধারন
ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের জন্য ইতিমধ্যে প্রায় শ‘খানেক
সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। বর্তমান পৌর কাউন্সিলরদের প্রায়
সকলেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ছাগলনাইয়া পৌরসভা
নির্বাচনে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির কোন প্রার্থীর নাম এখনো শোনা
যায়নি।

