(৬ মে ২০১১): মুক্তিযুদ্ধ ভিত্তিক নির্মিত চলচিত্র ‘গেরিলা’ সিনেমা হলে শুভ
মুক্তি উপলক্ষে ছবির পরিচালক নাসির উদ্দিন ইউসুফ, প্রধান অভিনেত্রী জয়া
আহসান সহ বিভিন্ন কলাকুশলি ফেনীর দুলাল হলে দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময়
করেছেন।
শুক্রবার বিকেলে এ উপলক্ষে ফেনীর স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত সভায়
সভাপতিত্ব করেন কবি মন্জুর তাজিম। বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান
আবদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সরকারী
কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য, নাট্যব্যাক্তিত্ব নারায়ন নাগ, জাহিদ
হোসেন বাবলু, সমরজিৎ দাস টুটুল।
বক্তারা ফেনীর বিনোদন কেন্দ্র শহীদ জহির রায়হান হল পূর্ন নির্মান, ফেনী
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অবৈধ স্থাপনা অপসারন, সাংস্কৃতিক সংগঠনের জন্য
পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদানের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আহবান জানান
হয়। এ সময় ফেনীর সকল সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের জনগন উপাস্থত ছিলেন।

