রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
রোটারী কাব অব ফেনী সেন্ট্রালের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপল েএক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাতে শহরের ফেনী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। কাবের প্রেসিডেন্ট ড. বেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান। বিশেষ অতিথি ছিলেন ফেনীর নবাগত পুলিশ সুপার পরিতোষ ঘোষ, রোটারী কাবের ডিস্ট্রিক নমিনি গোলাম মোস্তফা, রোটারী কাব ইনার হুইল ডিস্ট্রিক্ট এর ডিস্ট্রিক চেয়ারম্যান তাহেরা মুজাফ্ফর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী কাবের ডেপুটি গভর্ণর খায়রুল জাফর চৌধুরী, চীফ কো-অর্ডিনেটর সৈয়দ আশরাফ আহমদ, ডিস্ট্রিক্ট ট্রেইনার ইঞ্জিনিয়ার আবদুল লতিফ, রোটারী কাব অব ফেনী সেন্ট্রাল এর চার্টার প্রেসিডেন্ট এডভোকেট আক্রামুজ্জামান, রোটারী কাব অব কুমিল্লা সানরাইজের চার্টার প্রেসিডেন্ট আবু আজমল পাঠান, রোটারী কাব অব ফেনীর ইনার হুইল ডিস্ট্রিক্ট সেক্রেটরী লাভলী বায়েজিদ। শেষে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান পরিবেশন করে আর্য্য সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। পরে নৈশভোজ শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
Labels:
সব সংবাদ

