রামপুরে বিয়ে বাড়ীতে আতশবাজি বিষ্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক আটক ৭
ফেনী শহরের রামপুরে বৃহস্পতিবার রাতে এক বিয়ে বাড়ীতে আতশবাজি বিষ্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ ৭ যুবককে আটক করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মধ্যম রামপুর চৌকিদার বাড়ির মৃত আবদুর রউফের ছেলে সৌদি প্রবাসী ফরিদ আহম্মদের বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠানে রাত প্রায় ১২ টার দিকে একের পর এক আতশবাজি বিষ্ফোরণ হতে থাকে। আতশবাজির বিকট শব্দ আর অগ্নিকুন্ড দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে বোমা হামলা মনে করে আশ-পাশের লোকজন দিগ্বিদিক ছুটাছুটি শুরু করে। বাসা বাড়িতে নারী ও শিশুরা আতঙ্কে কান্নাকাটি শুরু করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফেনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ৭ যুবককে আটক করে। এরা হল মোঃ ইকবাল হোসেন সোহাগ (২৪), মাঈন উদ্দিন (২২), শাহাদাত হোসেন (২৫), ওমর ফারুক (২৮), কামরুল হাসান (২৩), শাহ আলম (২৮) ও সালাহউদ্দিন (৩০)।
Labels:
অপরাধ / অনিয়ম / দুর্নীতি
