(১৪ মে ২০১১): ফেনীতে গ্রামীন ফোন বাংলাদেশ লীগ ফুটবল খেলায় ফেনী সকারকে ২-০
গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্র্ষ স্থান ধরে রাখল মুক্তিযোদ্ধা সংসদ।শনিবার বিকেল ৪.০০ মিনিটে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্টিত এ খেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সামনে দাড়াতে পারেনী ফেনী সকার। ১৭ মিনিটে গোলবারের নেটে হাতদিয়ে বল থামানোর দায়ে লাল কার্ড নিয়ে মাঠ ছারে ফেনী সকারের ২১ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়ার বেটামেক জিয়ান এরিক। একারনে পেনাল্টি পেয়ে মুক্তিযোদ্ধা সংসদ এর ৩০ নম্বর জার্সি পরিহিত সুদানের ফরওয়াড জেম্স জোসেপ মোগা গোল করলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ। ১০ জন নিয়ে ফেনী সকারকে আর খেলায় খুজেই পাওয়া যায়নী। অনেকগুলো সুযোগ পেয়েও গোল কততে ব্যার্থ হয় ফেনী সকার। দ্বিতীয় আর্ধের ৭৮ মিনিটে আর্জেন্টিনার বোরিস কোচিকিন গোল করে জয় নিশ্চিত করলে ২-০ গোলে মাঠ ছাড়ে ফেনী সকার।
ফাউল’র কারনে ৪২ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদের মিথুন চৌধুরী ও ৬২ মিনিটে মারুফ আহম্মেদ এবং রেফারির সাথে তর্কের কারনে ৭০ মিনিটে ফেনী সকার ক্লাবের দলপতি পিয়ারুজ্জামান পিরুকে হলুদ কার্ড দেখান রেফারি। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে প্রথম স্থান ধরে রাখল সাদা দলটি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ফেনী সকার। ১৪ গোল করে এবারের আসরে সর্বোচ্চ গোলদাতা হিসেবে এগিয়ে আছে মুক্তিযোদ্ধা সংসদ’জেম্স জোসেপ মোগা।
