ফেনী সকার ক্লাবের কাছে ২-১ গোলে রহমতগঞ্জ ক্লাব’র পরাজয়

(৪ মে ২০১১): ফেনীতে গ্রামীন ফোন বাংলাদেশ ফুটবল লীগ দ্বিতীয় রাউন্ডের খেলায় ফেনী সকার ক্লাব ২-১ গোলে রহমতগঞ্জ ক্লাবকে পরাজিত করেছে। বুধবার বিকেল ৪টায় ফেনী শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে এ খেলা অনুষ্টিত হয়।
খেলার প্রথমার্ধের ৩৬ মিনিটে ফেনী সকার ক্লাবের ১১ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়ার আবাকপোরো রোলেন্ড ইকিইকু এর গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে (খেলার ৪৯ মিনিটে)-আরারও তিনি গোল করলে ২ গোলে এগিয়ে যায় ফেনী সকার। দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটে (খেলার ৬৯ মিনিটে)- রহমতগঞ্জ ক্লাবের পক্ষে ১৭ নম্বর জার্সি পরিহিত মোঃ পুশবন মোল্লা গোল করলে ব্যবধান ২-১ গোলে নেমে আসে। ১৩ খেলায় ফেনী সকার ক্লাব ১২ পয়েন্ট এবং একই সংখ্যক খেলায় রহমতগঞ্জ ক্লাব ১৬ পয়েন্ট নিয়ে মাঠ ত্যাগ করে।
খেলার ৫ মিনিটে রহমতগঞ্জ ক্লাবের ১২ নম্বর জার্সি পরিহিত মতিউর রহমান রিন্টু ও ৫৩ মিনিটে ৭ নম্বর জার্সি পরিহিত মঞ্জুরুল ইসলাম ইমন এবং ৬৮ মিনিটে ফেনী সকার ক্লাব এর ১১ নম্বর জার্সি পরিহিত আবাকপোরো রোলেন্ড ইকিইকু ফাউল’র কারনে একটি করে হলুদ কার্ড পান।