(৩
মে ২০১১): বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস উপলক্ষে ফেনীতে সোমবার সকালে র্যালি ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী প্রেস ক্লাব উদ্যেগে প্রেক্লাব চত্বর
থেকে জেলার সকল সাংবাদিকদের এক বর্ণাঢ্য রালি শহরের প্রধান প্রাধন সড়ক
প্রদক্ষিন করে প্রেস ক্লাব অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হন।
ফেনী প্রেস ক্লাব সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন
জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ
ইমাম হোসেন, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা তথ্য
অফিসার জহিরুল ইসলাম।
ক্লাবের সধারন সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা
বিএনপির সাধারন সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার, জেলা জামায়াতের আমির লিয়াকত
আলী ভূইয়া, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার, এ কে এম
আবদুর রহিম, সাবেক সাধারন সম্পাদক বখতেয়ার ইসলাম মুন্না, রবিউল হকসহ জেলার
সকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সম্পাদকবৃন্দ। সভায় বক্তারা সারাদেশে
সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারের প্রতি আহবান জানায়। সেই সাথে মফসল
সাংবাদিকদের ন্যার্য অধিকার প্রদান করার জন্য দৈনিক ও প্রিন্ট মিডিয়ার
মালিকের কাছে অনুরোধ জানান হয়।
এছাড়া ফেনী রিপোটার্স ইউনিটির উদ্যেগে সকালে র্যালি ও আলোচনা সভা শহরের
জেলা পরিষদ অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। রিপোটার্স ইউনিটির আহবায়ক ওছমান হারুন
মাহমুদ দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।