পরশুরামে সবার নজর কেড়েছে আবদুর রহিমের আম বাগান
(২৮ এপ্রিল ২০১১)পরশুরামে বাণিজ্যিকভাবে আম চাষে রেকর্ড পরিমান সফলতা দেখিয়েছেন কৃষক আবদুর রহিম ভুঞ্া (৫০) তার আম বাগান দেখে কৃষি বিভাগের উপ-পরিচালক সহ স্থানীয় লোকজন মুগ্ধ হয়েছেন। আবদুর রহিমের আম বাগানই ফেনীতে প্রথম বানিজ্যিক ভাবে লাভ জনক একম্ত্রা বড় আমবাগান বলে দাবি করছেন স্থানীয় কৃষি অফিসের লোকজন । এবং তিনি প্রমান করেছেন ফেনীতে চাপাইনবাভগঞ্জের মতো আম বানিজ্যিক আম চাষ সম্ভব ও লাভ জনক। আবদুর রশিদের বাড়ী পৌর এলাকার বাউরখুমা গ্রামে। পরশুরাম উপজেলা কৃষি অফিস থেকে জানা যায় পৌর এলাকার বাউর খুমা গ্রামের আবদুর রহিম ৫০ তার নিজের পরিত্যাক্ত অনাবাদি সাড়ে চার একর জমিতে আমের বাগান করেছেন তিনি বিভিন্ন জাতের প্রায় দুই হাজার আমের চারা লাগিয়েছেন ২০০৭ সালে বর্তমানে তার সব গাছের আম ধরেছে আবদুর রহিম জানান গত দুই বছর ধরে সেই বানিজ্যিক ভাবে আম বাগানে বিপুল পরিমানে আর্থিক ভাবে লাভবান হয়েছেন। আবদুর রহিমের আম বাগানে বিভিন্ন জাতের আম রয়েছে তার মধ্যে আম্রপলি ১০০০, মল্লিকা ৫০০, সুবর্ন রেখা ১০০,গোপালভোগ ১০০, হিমসাগর ১০০, ল্যাংরা ১০০, সশা ও ফজলী সহ বিভিন্ন জাতের আম রয়েছে। আবদুর রহিম জানান, তিনি এই জমিতে এক সময়ে আখ চাষ করতেন কিন্তু তাতে পরিশ্রমের তুলনায় কম লাভজনক হওয়ায় আখ চাষ বাদ তিনি আম চাষের উদ্যোগ নেয় এবং পরশুরাম উপজেলা কৃষি অফিসের পরামর্শ ক্রমে ব্র্যাকের কুমিল্লা অফিস থেকে এবং চাপাইনবাবগঞ্জ থেকে আমের চারা কিনে এনে তার জমিতে লাগায় তার পর থেকে তিনি তার স্ত্রী ও সন্তান কে নিয়ে দিন রাত পরিশ্রম শুরূ করেন। আবদুর রহিম জানান চারা লাগানো পর থেকে পরশুরাম উপজেলা কুষি অফিস নিয়মিত ভাবে তাকে পরামর্শ দিয়ে যাচ্ছেন বিশেষ করে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম নিয়মিত ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম জানান আবদুর রশিদের আম বাগানে কোন আমের তেমন কোন খতি হয়নি আগামি কয়েক দিনের মধ্যে তিনি তার আম বিক্রি করে দিতে পারবেন আবদুর রশিদ জানান ইতি মধ্যে বেশ কয়েজন ব্যাবসায়ী আম কিনার জন্য এসেছেন এবং সাড়ে তিন ৪ লাখ টাকা দাম দিয়েছেন তবে এখনো তিনি বিক্রি করেননি । তিনি জানান পাচ লাখ টাকা হলে তিনি আম বিক্রি করে দিবেন। পরশুরামে এই প্রথম আমবাগানের খবর শুনে ফেনী জেলার কৃষি বিভাগের পরিচালক আম বাগান দেখতে গিয়েছেন। এই সময় আরোও যারা বাগান দেখতে গিয়েছিলেন পরশুরাম উপজেলা জেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরশুরাম উপজেলা কুষি কর্মকর্তা হানিফ-ই হায়দার তারা জানান এতদিন ধরে লোকজনের ভিতর ধারণা ছিল শুধু মাত্র বরিশাল ও চাপাইনবাভগঞ্জে আমের বানিজ্যিক চাষাবাদ হতো কিন্তু সেই ধারন পাল্টে দিয়েছেন পরশুরামের আবদুর রশিদ। তিনি জানান ফেনীতে এটাই প্রথম একমাত্র বড় বানিজ্যিক আম বাগান তিনি জানান আবদুর রশিদ কে অনুকরন করে য়াদের পরিত্যাক্ত জমি রয়েছে তারা ও আমের বাগান করতে পারে তাহলে স্থানীয় ভাবে আমের অভাব পুরন হয়ে যাবে। গতকাল বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনীস্থ উপ-পরিচালক জয়নাল আবদীন, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা হানিফী হায়দার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ আম বাগান পরিদর্শন করেন।
Labels:
আলোকিত ফেনী,
কৃষি-পরিবেশ

