(২৮ এপ্রিল ২০১১)নানাবিধ সমস্যা নিয়ে ছাত্র-ছাত্রীদের
লেখাপড়া চালিয়ে যাচ্ছে ফেনী কমার্স কলেজ। সমস্যা সমাধানের কোনো কূল করতে
পারছে না কলেজ কর্তৃপক্ষ।
জানা যায়, ফেনী কমার্স কলেজটি ১৯৬৬ সালে
প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত নানাবিধ সমস্যায় জর্জরিত
রয়েছে কলেজটি। এরপরও কলেজে পরীক্ষার পাসের হার গড়ে ৬০ ভাগ। কলেজে বর্তমানে
ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭৫০ জন। শিক্ষকদের মধ্যে রয়েছে অধ্যক্ষসহ মাত্র ২ জন।
অন্য ৬টি শিক্ষকের পদই শূন্য রয়েছে। এ কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রী
রয়েছে ৪২৭ জন। অপরদিকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৩১৫ জন। এ কলেজে তৃতীয়
শ্রেণীর কর্মচারীর কোনো পদ নেই। চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছে মাত্র ২ জন।
কলেজ অধ্যক্ষ জসিম উদ্দিন জানান, মাত্র ৬ মাস পূর্বে তিনি এ কলেজে যোগদান
করেছেন। এরমধ্যে ছাত্র-ছাত্রীদের থেকে বেতন আদায় করে পার্টটাইম ভিত্তিতে
কিছু শিক্ষিত যুবক দিয়ে নামেমাত্র সম্মানির মাধ্যমে পাঠদান চালিয়ে যাওয়া
হচ্ছে। কলেজের শূন্যপদসহ নানাবিধ সমস্য নিয়ে শিক্ষামন্ত্রী ও ডিজি বরাবর
আবেদন করার পরও আজ পর্যন্ত কোনো প্রতিকার হয়নি। ফলে ফেনী জেলার
শিক্ষার্থীরা ভালো ফলাফল থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সুপ্র: শীর্ষ নিউজ
