বিশ্বের ২২টি দেশের মধ্যে বাংলাদেশর স্থান ৬ষ্ঠ,ফেনীতে যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচী,শীর্ষক গোল টেবিল বৈঠক

(২৭ এপ্রিল ২০১১): ফেনীতে যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচী,বর্তমান অবস্থা ও করনীয় শীর্ষক সাংবাদিকদের সাথে এক গোল টেবিল বৈঠক বুধবার সকালে সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত হয়েছে।

গোল টেবিল বৈঠকে আয়োজকরা জানান,বিশ্বের যে ২২টি দেশের মধ্যে যক্ষ্মারোগীর সংখ্যা সর্বাধিক,বাংলাদেশ তার মধ্যে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। দেশের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৫০% যক্ষ্মার জীবাণু দ্বারা সংক্রমিত। কফে যক্ষ্মা জীবাণুযুক্ত নতুন রোগী প্রতি লাখে প্রায় ১০০ জন। সকল প্রকার যক্ষ্মা রোগী (নতুন ও পুরাতন) প্রতি লাখে ৩৮৭ জন। এমডিআর যক্ষ্মার হার (নতুন রোগী): ৩.৫%,পূর্বে চিকিৎসা প্রাপ্ত রোগীদের মধ্যে ২০% যক্ষা রোগে আক্রান্ত।

জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচী, স্বাস্থ অধিদপ্তর, ব্রাক ও ফেনী প্রেস ক্লাবের আয়োজনে জেলা সিভিল সার্জন ডা.এস এম ইব্রাহিম এর সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, ফেনী বিএমএন এর সহ সভাপতি ডা.মোঃ আনোয়ার হোসেন,ডা.রামপদ সাহা, ব্রাক এর জেলা ব্যবস্থাপক মোঃ রফিকুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বক্ষব্যাধি ক্লিনিক এর কনসালটেন্ট ডা.মোঃ আবদুল খালেক।