বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় রাজাপুরে স্কুল শিক্ষিকাকে অপহরনের চেষ্টা

(২৭ এপ্রিল ২০১১)দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের কামারপুনি গ্রামের স্কুল শিক্ষিকা (২০) কে গতকাল মঙ্গলবার স্কুল ছুটি শেষে বাড়ী ফেরার পথে অপহরন করার চেষ্টাকালে গাড়ীসহ জনতা প্রতিরোধ করে শিক্ষিকাকে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী , অপহৃতা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের কামারপুনি গ্রামের আবুল কালাম আজাদের মেয়ের (স্কুল শিক্ষিকা) জন্য একই গ্রামের আবুল হোসেনের ছেলে জসিম উদ্দিনের (২৮) বিয়ের প্রস্তাব দেয়। মেয়ের পিতা উক্ত প্রস্তাব প্রত্যাখান করায় জসিমের পরিবার ওই স্কুল শিক্ষিকাকে তুলে নিয়ে বিয়ে করার পরিকল্পনা করে। ঘটনার দিন স্কুল শিক্ষিকা তার কর্মস্থল পাঁছগাছিয়া ইউনিয়নের ডমুরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শেষে ছুটির পর বিকেল ৪টায় বাড়ী ফেরার জন্য স্কুল থেকে বের হয়। পূর্ব থেকে উৎপেতে থাকা জসিমের ভাড়াটিয়া দুষ্কৃতিকারীরা তাকে গাড়ীতে তুলে অপহরন করে। স্কুল শিক্ষিকার গাড়ীতে কান্নাকাটি শুনে রাজাপুর মাদ্রাসার নিকট গাড়ী আসলে জনতার সন্দেহ হয়। তাতে ঢাকা মেট্রো-চ-৫১-৩৩৫৩ গাড়ীটি প্রতিরোধ করে। অপহরনকারী চক্রের হোতা পালিয়ে গেলেও গাড়ীর ড্রাইভার ফারুককে জনতা আটক করে তাকে উদ্ধার করে। জনতা জসিমের ছোট ভাই কবির আহমদকেও (২৫) আটক করে। এরিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ গাড়ী ও ড্রাইভারসহ কবিরকে আটক করে থানা নিয়ে যায়। উল্লেখ্য যে, ওই স্কুল শিক্ষিকা যাতায়াতের সুবিধার্থে তার নানার বাড়ী বিরলী গ্রামের পাটোয়ারী বাড়ী থেকে প্রতিদিন আসা যাওয়া করত।