ফেনীর ৩৯ ইউপিতে ভোট গ্রহণ ৮ দিন

(২৭ এপ্রিল ২০১১) ফেনী জেলা নির্বাচন অফিস গতকাল মঙ্গলবার সকালে ২ জুন থেকে ৩ জুলাই ভোট গ্রহণের সময় নির্ধারণ করে ৬ উপজেলার ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করে। সীমানা পুনর্গঠন সংক্রান্ত জটিলতার কারণে দাগনভূঞা উপজেলার ৪ ইউপি ছাড়া জেলার ৩৯ টি ইউপির নির্বাচনী তারিখ ঘোষণা করা হয়। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সোনাগাজী ও ফেনীতে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও দাগনভূঁইয়া উপজেলায় এক দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেনী সদরে ১২ টি ইউপির মধ্যে ধলিয়া, ফরাদনগর, ফাজিলপুর, লেমুয়া, ছনুয়া ও মোটবীর ভোটগ্রহণ ১৬ জুন বৃহস্পতিবার। নির্বাচনী তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিলের সময় ১২ মে হতে ২২ মে। মনোনয়ন বাচাইয়ের শেষ তারিখ ২৪ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩১ মে। ফেনী সদর উপজেলার বাকী ৬ ইউপি কাজিরবাগ, ধর্মপুর, শর্শদি, পাঁছগাছিয়া, কালিদহ ও বালিগাঁও ইউপির ভোটগ্রহণ ১৯ জুন রবিবার। মনোনয়ন দাখিলের সময় ১৫ মে থেকে ২৪ মে। মনোনয়ন বাচাইয়ের শেষ তারিখ ২৬ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২ জুন। সোনাগাজীর ৯ ইউপির মধ্যে প্রথম পর্যায়ের ৪টি সোনাগাজী, মতিগঞ্জ, আমিরাবাদ ও নবাবপুর ভোটগ্রহণ ২৮ জুন মঙ্গলবার। মনোনয়ন দাখিলের সময় ২৪ মে থেকে ২ জুন। মনোনয়ন বাচাইয়ের শেষ তারিখ ৫ জুন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ জুন। দ্বিতীয় পর্যায়ের ৫ টি ইউপি চরমজলিশপুর, বগাদানা, মঙ্গলকান্দি, চরচান্দিয়া, চরদরবেশ ইউপির ভোটগ্রহণ ৩ জুলাই। মনোনয়ন পত্র দাখিলের সময় ২৯ মে থেকে ৭ জুন। মনোনয়ন পত্র বাচাইয়ের শেষ তারিখ ৯ জুন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৬ জুন। দাগনভূঞার ৪টি ইউপি জয়লস্কর, রাজাপুর, সিন্দুরপুর ও ইয়াকুবপুর ইউপির ভোটগ্রহন ২৩ জুন। মনোনয়ন পত্র দাখিলের সময় ২৯ মে থেকে ৭ জুন। মনোনয়ন পত্র বাচাইয়ের শেষ সময় ৯জুন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৬ জুন। ছাগলনাইয়ার ৫ ইউপি শুভপুর, ঘোপাল, পাঠান নগর, রাধা নগর ও মহামায়া ইউপির ভোট গ্রহণ ১১ জুন। মনোনয়ন পত্র দাখিলের সময় ৫ মে থেকে ১৫ মে। মনোনয়ন পত্র বাচাইয়ের শেষ তারিখ ১৭ মে হতে ১৮ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। পরশুরামের ৩ টি ইউপি চিথলিয়া, মির্জানগর ও বক্সমাহমুদ ইউপির ভোট গ্রহণ ২ জুন। মনোনয়ন পত্র দাখিলের সময় ২৮ এপ্রিল থেকে ৮ মে। মনোনয়ন পত্র বাচাইয়ের শেষ তারিখ ১০ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ মে। ফুলগাজী উপজেলার ৬ ইউপি ফুলগাজী, মুন্সিরহাট, দরবারপুর, আনন্দপুর, আমজাদহাট ও জিএমহাট ইউপির ভোটগ্রহণ ৭ জুন। মনোনয়ন পত্র দাখিলের সময় ৩ মে হতে ১২ মে। মনোনয়ন পত্র বাচাইয়ের শেষ তারিখ ১৫ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ মে। ৬ উপজেলার ৪৩টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ২’শ ৭০ জন। পুরষ ভোটার ৩ লাখ ১৬ হাজার ৯’শ ২২ জন। মহিলা ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৩’শ ৪৮ জন।