দাগনভূঞা থানায় প্রেমিক যুগলের বিয়ে!

দাগনভূঞা থানায় শনিবার দুপুরে প্রেমিক যুগলের শুভবিবাহ সম্পন্ন হয়। এনিয়ে থানায় শত শত মানুষের সমাগম ঘটে। প্রথমে তাদের মেনে না নিলেও পরে অভিভাবকদের সম্মতিতে ওসি, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্যদের উপস্থিতিতে বিয়ে শেষে উভয় পরিবারের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, দাগনভূঞার উত্তর গজারিয়া গ্রামের আবু তাহেরের ছেলে সাখাওয়াত হোসেন কিরণের (২৫) সাথে মিরসরাই উপজেলার বাঁশপাড়া গ্রামের রেহানা আক্তারের (১৮) সঙ্গে বোনের বাড়ি গজারিয়ায় পরিচয় হয়। পরিচয় থেকে পরিনয়। মোবাইল ফোনে ফোনালাপ, আসা-যাওয়া। দুজন দু’জনকে ভালোবাসা-বাসি। প্রথমে অভিভাবকদের সাড়া না পেলেও পরে স্থানীয় গণ্যমান্যদের মধ্যস্থতায় শনিবার দুপুরে দাগনভূঞা থানার ওসি শেখ লুৎফুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হাই সবুজ, মেম্বার নুরুল আবসারের উপস্থিতিতে থানায় বিয়ে অনুষ্ঠিত হয়। আড়াই লাখ টাকা কাবিনে উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন প্রেমিক যুগলকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এসময় দাগনভূঞা থানায় উৎসবের রূপ নেয়। শেষে সকলকে মিষ্টি মুখ করানো হয়। রাতে কনের বোনের বাড়িতে প্রীতি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজারো কৌতুহলী মানুষ ভিড় জমায়।