ফেনীতে এক ছিনতাইকারী ও এক হত্যা মামলার আসামী গ্রেফতার

ইসলামী ব্যংক ফেনী শাখার কাউন্টার থেকে সোমবার সকালে টাকা ছিনাতাইকালে ব্যংকের করর্মচারী ও গ্রাহকরা এক ছিনতাইকারীকে ধরে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে । ছিনতাইকারী নাম আব্দুল জাব্বার (৫০),সে বরগুনা জেলার বেতাগী এলাকার বাসীন্দা ।
ব্যংকের কর্মকর্তা আবুল মুনছুর জানান সকাল পোনে ১১টায় গ্রাহক নুর মোহম্মদ আড়াই লাখ টাকা জমা দেয়ার সমায় এক ছিনতাই কারী  গ্রাহক থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সমায় ব্যংকের কর্মচারী ও গ্রাহকরা ছিনতাই কারিকে ধরে গনধোলাই দিয়ে ফেনীর ডিযি পুলিশকে খবর দেয় ।
এছাড়া ফেনীতে ডিবি পুলিশ আলোচিত সাঈদ হত্যা মামলার আসামী সরোয়ার (৩০) কে সোমবার সন্ধ্যায় শহরের বিরিঞ্চি এলাকা থেকে গ্রেফতার করেছে ।
সরোয়ারের নামে তিনটি ওয়ারেন্ট সহ ফেনী মডেল থানায় ডজন খানেক মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের এএসঅই হাবিব ।

সুত্র:চলমান নোয়াখালী