আন্তর্জাতিক লায়ন্স সেবা সপ্তাহ উপলক্ষে রোববার সকালে লায়ন্স ক্লাব অব
ফেনী, ফেনী মুহুরী, ফেনী অর্কিড ও লিও ক্লাব অব ফেনীর আয়োজনে লায়ন্স অফিসে
ছিন্নমুল পথ শিশুদের মাঝে খাবার ও ফল বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি২ এর রিজিয়ন চেয়াপার্সন লায়ন লায়ন আনোয়ার
হোসেন ভূইয়া। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনী’র প্রেসিডেন্ট লায়ন
মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, লায়ন ওমর ফারুক ভূইয়া বেলাল, লায়ন বোরহান উদ্দিন,
লায়ন প্রিতিময় পোদ্দার, লায়ন মহিনুর জাহান লাবনী, লায়ন দিল আরা বেগম রুবি,
লিও সাইফুল রেজা, লিও মোর্শেদ আলম মাসুদ প্রমুখ।
এ ছাড়াও ৪ অক্টোবর
স্কুল, কলেজ ও শহরের গুরুত্বপূর্ন স্থানে এনথ্র্যাক্র ও ইভটিজিং প্রতিরোধে
সচেতনতা মুলক লিফলেট বিতরন, ৫ অক্টোবর ফেনী পৌরসভা ১০ নং ওয়ার্ড এ
পরিচ্ছন্নতা অভিযান, ৬ অক্টোবর সদর হাসপাতাল এ ঔষুধ বিতরন, ৭ অক্টোবর বিসিক
শিল্প নগরীতে রক্তদান কর্মসূচী ও ব্লাড গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত হবে।