ফেনীতে শিশু দিবসে আলোচনা সভা ও রে‌লী

ফেনীতে সোমবার বিশ্ব শিশু দিবস উপলক্ষে জেলা শিশু একাডেমীর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিশু কর্মকর্তা নুরুল আবসার ভূঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব হুমায়ুন কবির নান্টু, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশিদ। বক্তব্য রাখেন শিশু সাজিদ, শ্যামা, অর্পা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন হৃদয় মজুমদার, সাহিদা ইসলাম। গান পরিবেশন করেন ফাতেহা রহমান, হিমাদ্রী শেখর শাহা।