পরশুরামে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
গত শনিবার বিকালে পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে পরশুরাম উপজেলা চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল লীগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফেনী জেলা প্রশাসক মো: আবদুল কুদ্দুস খান প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন। উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: ইমাম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবদুল আজিজ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্মল কান্তি চাকমা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি আরশাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল করিম মজুমাদার বাদল। ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়াছিন শরীফ মজুমদারের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন জাকির হোসেন, যুবলীগ নেতা নুরূজ্জামান ভুট্টো, নিজাম উদ্দিন চৌধুরী সাজেল। উদ্বোধনী ম্যাচে উত্তর কোলাপাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে ধনীকুন্ডা একাদশ জয়ী হয়।
Labels:
খেলাধুলা