পরপর তিন খেলায় জিতে সিরিজ বাংলাদেশের
অকল্পনীয়, অবিশ্বাস্য। পূর্ণ-শক্তির নিউজিল্যান্ডকে পরপর তিন খেলায় হারিয়ে বাংলাদেশ নিজের করে নিল পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। অধিনায়ক সাকিব আল হাসানের শতকের (১০৬) ওপর ভর করে বাংলাদেশের বেঁধে দেয়া ২৪২ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে তিন বল বাকি থাকতেই নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ২৩২ রানে। ফলে ৯ রানে হার মেনে মাঠ ছাড়তে হয় তাদের।
Labels:
খেলাধুলা