‘৭৬-এ জন্ম নিয়েও যুদ্ধাপরাধীর তালিকায় দাগনভূঞার নিজাম মেম্বার!
মুক্তিযুদ্ধের ৫বছর পর জন্ম নেয়া মোহাম্মদ নিজাম উদ্দিনের নাম যুদ্ধাপরাধীর
তালিকায়! জাতীয় পরিচয় পত্রের তথ্যমতে সে ১৯৭৬ সালের ১ জানুয়ারী দাগনভূঁঞা
উপজেলায় জন্মগ্রহণ করেন। ফেনীতে তালিকাভূক্ত ৯৮৩ জন যুদ্ধাপরাধীর তালিকা
যাচাই বাচাই কালে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। সংশ্লিষ্ট সূত্রে জানা
যায়, ৩৫ বছর বয়সী নিজাম উদ্দিন বর্তমানে রামনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের
মেম্বার। ১০ অক্টোবর মানবতা বিরোধী তদন্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম সরেজমিন
তদন্তে নিজাম উদ্দিনকে দেখে হতচকিত হয়ে যান। ইউনিয়ন কমান্ডার কর্তৃক
প্রেরিত যুদ্ধাপরাধীদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মাঠ
পর্যায়ে থানা ও পুলিশের বিশেষ শাখায় এ তালিকা যাচাই বাচাইয়ের কাজ করছেন।
পুলিশি তদন্তে অনেক যুদ্ধাপরাধীর নাম ও ঠিকানার অস্তিত্ব খুঁজে পাচ্ছে না
বলে তদন্ত কর্মকর্তারা জানান। প্রদত্ত তালিকায় নানা রকম অসঙ্গতি বিদ্যমান
যা তদন্তে ব্যাঘাত সৃষ্টি করছে বলেও তদন্ত কর্মকর্তাদের অভিযোগ।
Labels:
সব সংবাদ