দাগনভূঞায় বাল্যবিয়ে রুখে দিলেন ইউএনও

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আরা বেগম রুখে দিলেন একটি বাল্য বিয়ে। বুধবার বিকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের শিবপুর গ্রামের করুনা ডাক্তার বাড়িতে এঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানাযায়, ওইদিন বিকালে বর পক্ষ স্থানীয় জাফর ইমাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ওই ছাত্রীর বিয়ের কথা পাকাপাকি করতে এসেছিলেন। স্থানীয় লোকজন টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে বর পরে সামনে বাল্য বিয়ের কুফল তুলে ধরেন। আইন অনুযায়ী বাল্য বিয়ে নিষেধ, তাই বাল্য বিয়ে বন্ধ করতে বলেন। এতে বর পক্ষ চলে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগকে এলাকার শত শত মানুষ উপস্থিত হয়ে স্বাগত জানায়।