ফুলগাজীতে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

ফেনীর ফুলগাজী উপজেলার কে বি সড়কে বৃহস্পতিবার সকাল ১০ টায় হাজী মনির আহাম্মদ মেমেরিয়াল কলেজে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে কলেজে যাওয়ার পথে কেবি সড়কে পিছনের দিক থেকে সিএনজি অটোরিক্সার ধাক্কায় একাদশ শ্রেণীর ছাত্রী মর্জিনা আক্তার (১৭) এর মাথা থেতলে যায়। আশংকাজনক অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। পরে মূমূর্ষ অবস্থায় ঢাকা নেয়ার পথে ওই ছাত্রী মারা যায়। নিহত মর্জিনা আক্তার উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী আবদুর রহমানে এর তৃতীয় কন্যা। খবর পেয়ে বিক্ষুব্ধ কলেজ ছাত্ররা গাড়ী ভাংচুর ও রাস্তা অবরোধ করে।