দাগনভূঞার একই পরিবারের দুই ছেলে ৪ দিন ধরে নিখোঁজ
দাগনভূঞার উদরাজপুর গ্রামের বদু মিয়া বাড়ীর আবুল খায়েরের ২ ছেলে ১৯
সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে। বড় ছেলে কলেজ পড়ুয়া ছাত্র আবু সাঈদ (১৮) ও
মাদ্রাসা পড়ুয়া ছাত্র জাকির হোসেন বাড়ী থেকে বের হয়ে ৪ দিন পার হলেও বাড়ি
ফিরেনি। এলাকাবাসি ও ছেলেদের পিতা আবুল খায়ের জানান, বড় ছেলে আবু সাঈদ
স্থানীয় ইকবাল মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র। সে
ওইদিন কলেজের গিয়ে ফিরেনি। অপর দিকে মাদ্রাসা পড়ুয়া তার ৩য় ছেলে জাকির
হোসেন একইদিন ফুফুর বাড়ী উত্তর জায়লস্কর যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়।
দাগনভূঞা থেকে ইমা গাড়ী যোগে সিলোনিয়া বাজারে নামে। কিন্তু ফুফুর বাড়ীতে
যায়নি বলে ফুফু ছালেহা বেগম নিশ্চিত করেন। একই দিন একই পরিবারের ২টি ছেলে
নিখোঁজ হওয়ায় পিতা হতদরিদ্র কৃষক আবুল খায়ের ও মা বিবি হাসিনা উদ্বিগ্ন হয়ে
পড়েছেন। তারা আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও হদিস পাননি।
এব্যাপারে আবুল খায়ের দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং-৬১৯,
তাং-২১/০৯/১০ইং। পুলিশ জানায়, আবু সাঈদের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরী করা
হয়েছে। জাকির হোসেনের নিখোঁজের বিষয়ে মৌখিকভাবে জানানো হয়েছে। পুলিশ তাদের
নিখোঁজের বিষয়ে তদন্তে নেমেছে। একইদিন ২ ছেলে নিখোঁজ হওয়ায় ঘটনা এলাকায়
চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।