ফেনীতে প্যারাসুট নারিকেল তেল চুরির সময় গাড়িসহ আটক ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলীতে প্যারাসুট নারিকেল তেল বোঝাই লরি
থেকে তেল চুরির সময় বুধবার সকালে পুলিশ ৯ হাজার লিটার তেলসহ ৩ জনকে আটক
করেছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, চট্টগ্রামগামী প্যারাসুট নারিকেল
তেলবাহী লরি (যশোর-ঢ-৪১০০২৯) ফেনীর মোহাম্মদ আলী নামকস্থানে এলে গাড়ির
চালক ও হেলপারদের যোগসাজসে মিডওয়ে ফিলিং ষ্টেশনে তেল চুরি করে বিক্রির সময়
টহল পুলিশের পিএসআই হারুন তাদের দেখে সন্দেহ করে। পুলিশ ঘটনা টের পেলে
চোরের দল পালাতে চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া করে চৌদ্দগ্রামের
কাইচ্চুডি গ্রামের কাজী আলমগীরের ছেলে মোঃ কালাম(৪২), ফরিদপুরের কতোয়ালী
থানার ইব্রাহিমের ছেলে আলমগীর (৩৫), নোয়াখালীর বেগমগঞ্জ আবদুল্লাহপুর
গ্রামের মোঃ আমিন উল্লাহ’র ছেলে মোঃ শাহীনকে (৩০) আটক করে। পুলিশ ৯ হাজার
লিটার তেলসহ গাড়িটি থানায় নিয়ে আসে। ফেনী থানার ওসি আমিনুল ইসলাম জানান,
প্যারাসুট নারিকেল তেল কোম্পানীর সাথে পুলিশ যোগাযোগ করেছে। তারা মামলা
দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
Labels:
অপরাধ / অনিয়ম / দুর্নীতি,
সব সংবাদ