ফেনীতে এলজি ও ২রাউন্ড গুলিসহ সন্ত্রাসী গ্রফতার

ফেনীতে ডিবি পুলিশ শুক্রবার রাতে শহরের বিরিঞ্ছ এলাকার মিদ্দাবাড়ী থেকে একটি এলজি ও ২রাউন্ড গুলিসহ বাবুল প্রকাশ দাদা ভাই নামে এক সন্ত্রাসীকে গ্রফতার করেছে । গোপন তথ্যের ভিত্তিতে বিরিঞ্ছ এলাকার মিদ্দাবাড়ী ঘেরাও করে বাবুলকে গ্রেফতার করে।
বাবুল  শহরের বিরিঞ্ছ এলাকার মিদ্দাবাড়ীর মৃত মফিজ মিয়ার ছেলে ,সে দীর্ঘদিন থেকে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছিল । তার নামে ফেনী সদর থানায় ৬/৭ টি মামলায় গ্রফতারী পরোয়ানা  রয়েছে ।