প্রিয়াব-পর্যটন
রোড-শো ‘রোড টু সুন্দরবন’ রোববার দুপুরে রোডশোর গাড়ি বহর ফেনী পৌছলে
রাস্তায় দাঁড়িয়ে শত শত জনতা তাদের হাত নেড়ে স্বাগত জানায়। দুপুরে শহরের
কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
এবিএম শওকত ইকবাল শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রিয়াব সভাপতি এম
এনায়েত উল্ল্যা। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রিয়াব সেক্রেটারী এম
এলাহী শিমুল, সহ-সভাপতি এমডি মামুন সারোয়ার, পর্যটন কর্পোরেশনের
উপ-ব্যবস্থাপক জিয়াউল করিম, কোয়াব প্রেসিডেন্ট নাজমুল করিম। বক্তব্য রাখেন,
নেজারত ডিপুটি কালেক্টর মোঃ নুর কুতুবুল আলম, জেলা তথ্য কর্মকর্তা
মাহবুবুর রহমান, বন্ধুর বন্দন ফেনী জেলা সহ-সভাপতি নাজমুল করিম প্রমুখ।
আলোচনা সভা শেষে কল্যাণপুরের সারগাম শিল্পী গোষ্ঠীর সাহেব আলী সরকার ও তার
দলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন
শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সপ্তাচার্য নির্বাচনে সুন্দরবনকে ভোট
দিয়ে এগিয়ে নিতে হবে। ১৫ কোটি মানুষের ভোট পেলে সুন্দরবন বর্তমান ১৩তম
স্থান থেকে সপ্তাচার্যের মাঝে পৌছে যায়। এতে বিশ্বের দরবারে বাংলাদেশের
অবস্থান আরো সুদৃঢ় হবে। পর্যটন যে কোন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পর্যটন শিল্পের কারণে বিশ্বের অনেক দেশ অর্থনীতিতে গতিশীলতা এনেছে। আমাদের
অর্থনীতিকে বদলে দিতে পারে পর্যটন। এজন্য সুন্দরবনকে ভোট দিলে ও
সপ্তাচার্যে এটি স্থান পেলে পর্যটন শিল্পে আমাদের অর্থনীতির চিত্র বদলে
যাবে।
উল্লেখ্য, দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এবং সুন্দরবনকে সপ্তাচার্যে
স্থান করে নিতে, ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করতে ২৪ সেপ্টেম্বর কক্সবাজার
থেকে শুরু হয়েছে ‘রোড টু সুন্দরবন’। এ রোড শো
চট্টগ্রাম-ফেনী-কুমিল্লা-ঢাকা-গোপালগঞ্জ-বাগেরহাট-মংলা হয়ে ২ অক্টোবর
খুলনায় শেষ হবে।